জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপির ঈদ উপহার
সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য আইজিপির ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
মঙ্গলবার (২৭ মে) সকালে পবিত্র ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য উপহার সামগ্রী, নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় ।
সকাল সাড়ে ১০টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান উপস্থিত থেকে এই উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা তুলে দেন। উপহারপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে ছিলেন এসআই (নি:) মোহাম্মদ মোশারফ হোসেন এবং কনস্টেবল মোঃ জহুরুল হকের পরিবার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) মোঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ এবং পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ঈদুল আযহার এই পবিত্র সময়ে এই উপহার সামগ্রী প্রদান তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ পুলিশের মানবিক দিককে তুলে ধরে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।