সিলেট সীমান্তে আরও ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
সিলেট সীমান্ত দিয়ে আবার ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৮ মে) সকালে জেলার তিনটি স্থান থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালান ৪৮ বিজিবির শ্রীপুর বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে ঠেলে পাঠানো ৩২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৩ শিশু, ৭ জন পুরুষ ও ১২ জন নারী ছিলেন। এ ছাড়া একই উপজেলার মিনাটিলা এলাকায় অভিযান চালান বিজিবির মিনাটিলা বিওপির সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ২০ জনকে আটক করা হয়, তাঁদের মধ্যে ৭ শিশু, ৬ জন পুরুষ ও ৭ জন নারী আছেন।
এদিকে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি আজ সকালে জৈন্তাপুরের কদমখাল এলাকায় অভিযান চালিয়ে ঠেলে পাঠানো ১৪ জনকে আটক করে। তাঁদের মধ্যে ৪ শিশু, ৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। এসব ব্যক্তিদের মধ্যে কুড়িগ্রাম, বাগেরহাট ও যশোরের বাসিন্দা আছেন। তাঁরা মূলত ভারতের রাজস্থানে কাজ করতেন। ৩ মে থেকে সেখানকার পুলিশ তাঁদের আটক করতে শুরু করে। তখন জানানো হয়েছিল ৩০ মের মধ্যে ভারত ত্যাগ না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে অনেকে স্বেচ্ছায় পুলিশের কাছে যান। পরে তাঁদের বিভিন্নভাবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ঠেলে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাই–বাছাই করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।