ছাতক সীমান্তে ১৬ জনকে পুশইন করল বিএসএফ
সুনামগঞ্জের সীমান্ত পয়েন্ট দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) । বুধবার (২৮ মে) ভোরে ৪টার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সিলেটের ৪৮ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।
সুনামগঞ্জ ৪৮ বিজিবি জানায়, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে বিএসএফের কুড়িখাল ক্যাম্পের মাধ্যমে ছাতক উপজেলার ছনবাড়ী সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করা হয়। বাংলাদেশ ভূখণ্ডে প্রায় ১৫০ গজ ভেতরে তাদের আটক করে বিজিবি।
সিলেট ৪৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, আটকদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তারা বাংলাদেশি কি না, তা নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে। এ জন্য ১৬ জনকে ছাতক থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, ‘বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে বিজিবি থেকে জানানো হয়েছে যে, পুশইনকৃত ১৬ জনকে থানায় হস্তান্তর করা হবে। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’