মাধবপুর পৌর শহরে ৬ ব্যবসায়ীকে জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে পৌর সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম।
সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পরিচালিত এ মোবাইল কোর্ট লিচু খেয়ে গণনায় কম দেওয়া, ফুটপাত দখল করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অভিযোগে পৃথকভাবে ৬ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাধবপুর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।এ-সময় স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান উপস্থিত ছিলেন।
মাধবপুরের ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।