এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন
শিক্ষা, সংবাদ ও দায়বদ্ধতার নতুন দিগন্ত উন্মোচন করে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি তাদের নিজস্ব ওয়েবসাইট ও নতুন কার্যালয়ের উদ্বোধন করেছে। বুধবার দুপুরে কলেজের ছাত্র সংসদ ভবনের নিচতলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই দ্বৈত উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ সাংবাদিকতাকে কেবল একটি পেশা নয়, বরং একটি মহৎ দায়িত্ব হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে আপনারা কলেজের সুনাম প্রতিনিয়ত বয়ে আনছেন।”অধ্যক্ষ আরও যোগ করেন যে, সাধারণ শিক্ষার্থীদের যে কথা সরাসরি বলা সম্ভব হয় না, রিপোর্টার্স ইউনিটি তা তুলে ধরে কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ইউনিটির সদস্যদের প্রতি কলেজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি কোনো খারাপ দিক থাকলে তা নির্দ্বিধায় প্রকাশ করার আহ্বান জানান। যাতে দ্রুত সংশোধনের মাধ্যমে আরও ভালো কিছু করা যায়। নতুন ওয়েবসাইট কলেজকে আরও ভালোভাবে তুলে ধরবে এবং নবনির্মিত কার্যালয় সকল সংগঠনকে একত্রিত করে কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ ও আশরাফ আহমেদ।
এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন তাঁর বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জ্ঞানার্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “সাংবাদিকতা করার জন্য প্রচুর পড়তে হবে। এজন্য আপনাকে শুধু বই না কিনেও পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে হবে, সবকিছু শিখতে হবে। তাহলেই আপনি ভালো জানতে পারবেন এবং লিখতে পারবেন।” তিনি আরও বলেন, “বেশি জানা মানে আপনি একধাপ এগিয়ে থাকা।”রিপোর্টার্স ইউনিটির ওয়েবসাইটকে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে রিপোর্টার্স ইউনিটির নিজস্ব ওয়েবসাইট (https://mccollegeru.org) উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা নতুন প্রজন্মের প্রতি তাদের সমর্থন ও দিকনির্দেশনার প্রতীক।