এটিএম আজহারের বেকসুর খালাসে বড়লেখায় জামায়াতের দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে আপিল বিভাগ থেকে বেকসুর খালাস দেয়ায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ মে) বাদ জোহর জামায়াতে ইসলামীর কার্যালয় সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন জেলা শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, শুরা-কর্মপরিষদ সদস্য আলহাজ্ব হেলাল উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা মুজাহিদুল ইসলাম, মো. আব্দুস সামাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতের শুরা-কর্মপরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার এতদিন জেলে বন্দি করে রেখেছিল। সত্যকে কখনও দাবায় কেউ রাখতে পারেনি। রায় সেটাই প্রমাণ করেছে। এটা আমাদের জন্য আনন্দের খবর। এজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
প্রসঙ্গত, এটিএম আজহারুল ইসলাম গ্রেপ্তারের আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। তিনি ১৪ বছর কারাভোগের পর বুধবার (২৮ মে) সকালে মুক্তি পান। এর আগের দিন, মঙ্গলবার (২৭ মে) আদালত তাকে বেকসুর খালাস দেন। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, স্বৈরাচারী হাসিনা সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছিল।