সুনামগঞ্জে নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।
জব্দকৃত পণ্যগুলো ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বেশি।
বিজিবি জানায়, গত ২৮ মে সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ সড়কের মধ্যে দিয়ে প্রবাহিত রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ এর নিচ থেকে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাসহ ৩৪ হাজার ৯৩০ কেজি ভারতীয় ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুড়ো দুধ আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫২ লক্ষ ২৩ হাজার ১৫০ টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো: রফিকুল ইসলাম এর সাথে ১৮ জন বিজিবি সদস্য অংশগ্রহন করে।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুসকা, জিরা, চিনাবাদাম ও গুড়ো দুধ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।