বড়লেখায় ১৪ জন প্রবাসীকে সংবর্ধিত করলো প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সদস্যদের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পৌরশহরের জিম্মি রেষ্টুরেন্টে ১৪ জন প্রবাসীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদ। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ শাকিল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য দেন দুবাই প্রবাসী আফজল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।
উপদেষ্টা মো. শামীম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক খোরশেদ আলম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, মাষ্টার খালেদ আহমেদ, ব্যবসায়ী মাওলানা মনসুর আলম, নিসচা সভাপতি ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সংগঠনের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান, দুবাই প্রবাসী মঈন উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,প্রবাসীদের কারনেই বাংলাদের অর্থনীতির চাকা সমৃদ্ধশালী হচ্ছে।তাদের ঘাম ঝরানো আর পরিশ্রমের টাকায় দেশ উন্নতি লাভ করছে। প্রবাসীদের মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। সংগঠনের মাধ্যমেই প্রবাসীদের পাঠানো অর্থ হতদরিদ্র, অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ববোধ করি তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। মানবিক কল্যাণে এগিয়ে রয়েছে এ সংগঠনের কার্যক্রম। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য বক্তরা প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংবর্ধিত প্রবাসীরা সংগঠনের এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তাদের সম্মনিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতিথিদের হাত থেকে সংবর্ধনা স্মারক গ্রহণ করেন তারেক আহমেদ, হাফিজুর রহমান, মাসুক উদ্দিন, সাইফুর রহমান, আফজল হোসেন, মঈন উদ্দিন, কামরুল ইসলাম, শামীম আহমেদ, ফয়সল আহমেদ, আব্দুল হামিদ, মন্তজির আলী, জাকির হোসেন, মো: সাইদুল ইসলাম ও এমদাদুল হাসান ফাহিম।
এদিকে অনুষ্ঠানের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদ বলেন, প্রবাসী অধ্যশিত এলাকা হিসেবে আর্থমানবতার কল্যাণে কাজ করতে ঐক্যবদ্ধতার প্রয়োজন। এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে সকলের হাত প্রসারিত করে এগিয়ে যাওয়ার লক্ষ্য এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে।