বানিয়াচংয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় ৬টায় বানিয়াচংয়ের কামালখানীস্থ বিএনপির অস্থায়ী উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা.সাখাওয়াত হাসান জীবন।
আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান , সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন,বিএনপি নেতা আমজাল হোসেন, সাদিক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল আখঞ্জি, ওলিউর রহমান, ওয়াহিদ মুরাদ, শেখ সুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুয়েম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সবাই শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।