কমল সাহিত্য পরিষদ সিলেট’র পুরস্কার অনুষ্ঠিত
কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলার সমাপনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে।শুক্রবার (৩০ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল।