মৌলভীবাজারে আলোচিত বিএনপি নেতা রহিম মিয়া হত্যা মামলার রায় ঘোষণা
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত আলোচিত বিএনপি নেতা রহিম মিয়া হত্যা মামলার রায় প্রকাশ করেছেন। গত ৭ অক্টোবর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ জনাব আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ৩ জন আসামি উপস্থিত ছিলেন এবং বাকিরা পলাতক রহিয়াছেন।
খবর নিয়ে জানা যায়, ২০১৪ সালের ২৩ জুন জুড়ী উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ মিছিল আয়োজন করে এবং মিছিলটি স্থানীয় শিশু পার্ক এ পৌছামাত্রই উভয় দলের সংঘর্ষে নিহত হন বিএনপি নেতা রহিম মিয়া। পরবর্তীতে এ হত্যাকাণ্ডে বিএনপি সভাপতি মাসুম রেজা চেয়ারম্যান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে জড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন পরে আওয়ামী লীগ সরকার পতনের কারণে এ রায় একটি যুগান্তকারী দৃষ্টান্ত বলে বিভিন্ন মহল দাবী করেন। রায় ঘোষণার দিন উক্ত মামলার ২, ৪ ও ৭ নং আসামী আদালতের সামনে উপস্থিত ছিলেন। মামলার ১-৫ নং আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হইয়াছে বলে জানা যায়।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন-১। আবু বক্কর, পিতা- রহমান মিয়া, ২। তাহমিদ হোসাইন, পিতা- রফিকুল আহমদ, ৩। সাব্বির আহমদ, পিতা- মোঃ বাতির মিয়া, ৪। আলতাফ হোসেন, পিতা- ছানা মিয়া, ৫। আব্দুল করিম, পিতা- করম আলী।