ওসমানীনগরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাংচুর
সিলেটের ওসমানীনগর থানাধীন পূর্ব ব্রাহ্মণগ্রামে ছাত্রদল নেতা নাহিয়ান আহমদ জামিল এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। নাহিয়ান আহমদ জামিল ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। খবর নিয়ে জানা যায়, গত ১০ অক্টোবর (বৃহস্পতিবার), সন্ধ্যা অনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে অজ্ঞাতনামা ১০/১৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাহিয়ান আহমদ জামিলের খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তাদের প্রত্যেকের হাতে দাড়ালো অস্ত্র ও লাঠি ছিল। এ সময় তারা ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।
ঘটনার বিষয়ে নাহিয়ান আহমদ জামিলের পিতা বাচ্চু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে বিএনপির সাথে জড়িত ছিল। সে ফেইসবুকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লেখালেখি করায় তার বাড়িতে এ হামলা চালানো হইয়াছে। তার ছেলে নাহিয়ান আহমদ জামিল দেশে না থাকার পর আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা তার বাড়িতে হামলা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।
ঘটনার বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।