জি.এম.কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে জাপার বিক্ষোভ
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয় পার্টি। শনিবার (৩১ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি সুনামগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে শেষ হয়। এতে অংশ নেন জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির বলেন, এটি প্রমাণ করে দেশে এখন কোনো নিরাপত্তা নেই। বৃহস্পতিবার আমাদের দলের চেয়ারম্যান জি.এম. কাদের সাহেবের রংপুরের বাসভবনে সন্ত্রাসীরা কাপুরুষোচিত হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে,দেশে যে চরম অরাজকতা বিরাজ করছে তার প্রমান। বিরোধী মত দমনে এখন সন্ত্রাসী কায়দায় হামলা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই,অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সারা দেশের মতো সুনামগঞ্জেও জাতীয় পার্টি দুর্বার আন্দোলন গড়ে তুলবে।