হবিগঞ্জের পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পশ্চিম বড়াব্দা নালপাড় গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন পশ্চিম বড়াব্দা নালপাড় গ্রামের মোঃ আরজু মিয়ার মেয়ে সাদিয়া খাতুন (৭) ও ছেলে মোঃ নবী হোসেন (৬)। সাদিয়া বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং নবী হোসেন একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খেলতে খেলতে দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিহতর বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি নুর আলম।