নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরশিদ মিয়ার প্রাণ গেল
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মুরশিদ মিয়া (৫১) রামপুর গ্রামের মৃত হোছেন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। আকাশে মেঘ জমে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হাওরের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ এক প্রবল বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে থানার এসআই রিপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান।