এসো রোদ্দুর দেব ভেজা পাতা নয় একমুঠো সবুজ
কাদামাখা শরীর তোমার, তুলতুলে নরম পায়েশ
চিহ্ন সব রক্তকরবী মুছে বরিষণ ডাগর আঁখি ছলছল এপাশ-ওপাশ
তবুও ভরসা রেখ, রোদ্দুর হবো জ্বলজ্বলে দুপুর অথবা গোধূলি
একদম তরতাজা জীবন হবো তোমার সিঁদুর হবো আঁচলে মোড়ানো গতর হবো
ফিরে এলে পূর্ণিমার রাতে রোদ্দুরের সঙ্গে কথা কইয়ে দেব।
এতো এতো অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে আমি চিনেছি কোন পথে আলো
কিনেছি রোদ্দুর চড়া দামে তুলে রেখেছি আলমিরা সাজানো
তুমি ভয় পেওনা এতো রোদ্দুর আমি কাউকে দিব না
একদিনে কেনা নয়, চাইলে আরেক হাঁটে বেচে দিব
বেপারী নই-ফেরিওয়ালা পথিক, কদম কদম প্রেম
বেচাকেনা তাঁর হতে পারে, আমার না!এসো ভেজা মনে
অতঃপর রোদ্দুরে জ্বলে পুড়ে তনুময়-মেখে নিও সব রোদ্দুর
পৃথিবী হেসে কুটিকুটি-জল আর রোদ্দুরের এ খেলা আদিগন্ত
সৃষ্টি মনোহর-অপরুপা দ্বিপ্রহর।