সুনামগঞ্জে ৩শতাধিক ইয়াবাসহ যুবক আটক
সুনামগঞ্জ তাহিরপুরে ৩শ’ ৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফখর উদ্দিন (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।রবিবার (০১ জুন) রাত আটটার দিকে উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের কামাল উদ্দিনের বাড়ি থেকে আটক করা হয়।
তিনি উপজেলার সদর ইউনিয়নে মধ্য তাহিরপুর মমিসিংঙ্গা হাটি গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
এ সত্যতা নিশ্চিত করেছেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজ উদ্দিন। তিনি জানান, উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন মানিগাঁও গ্রামের পেশাদার ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিনের বসত ঘর ইয়াবা ক্রয়-বিক্রয় করছে কয়েকজন ইয়াবা কারবারি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে ঐ বাড়িতে আমি নিজে ও পুলিশের একটি টিম অভিযান চালাই। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কামাল উদ্দিন দৌড়ে পালিয়ে গেলেও ফখর উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে তার শার্টের পকেটে থাকা ৩০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজ উদ্দিন জানান, এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ফখর উদ্দিনকে প্রধান আসামি করে এবং মানিগাঁও গ্রামের আকবর মিয়া ছেলে কামাল উদ্দিন (৪০) কে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।