জামালগঞ্জে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices) এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে দিনব্যাপী উপজেলা শিল্পকলা একাডেমিতে মোট ৭৫ জন কৃষক ও কৃষাণীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। প্রশিক্ষণে তিনি বলেন, উত্তম কৃষি চর্চার মূল উপাদানগুলো সুষম সার প্রয়োগ, জৈব সার ব্যবহার এবং ফসল আবর্তনের মাধ্যমে মাটির উর্বরতা বজায় রাখা। রোগমুক্ত উচ্চফলনশীল জাতের বীজ বা চারা ব্যবহার করা। সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে কম রাসায়নিক ব্যবহার। কীটনাশক ও অন্যান্য রাসায়নিক কম ব্যবহার করে পরিবেশবান্ধব কৃষি। কৃষিকাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। ফসল তোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ও রিয়াজ হাসান।
প্রশিক্ষণ শেষে সুমন কুমার সাহা বলেন, উত্তম কৃষি চর্চার আওতায় উৎপাদিত সবজি শতভাগ নিরাপদ যা রপ্তানিযোগ্য হিসেবে আবাদ হচ্ছে। আগামীতে এই পদ্ধতিতে আবাদ দ্রুত সম্প্রসারিত হবে। GAP ভবিষ্যতে টেকসই কৃষি, নিরাপদ খাদ্য, রপ্তানি সম্ভাবনা ও কৃষকের উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।