উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে ক্লাব উপদেষ্টাদের ভূমিকা গুরুত্বপূর্ণ
লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব এবং অ্যাসোশিয়েশনের উপদেষ্টাদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সোমবার (২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির ১৫টি ক্লাব এবং অ্যসোসিয়েশন সবসময়ই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং কর্মসূচি পালন করে আসছে। খেলাধুলা, গবেষণা, দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচার বিষয়ে অনুষ্ঠানমালা থেকে শুরু করে সমাজের দুস্থ ও অসহায়দের সহায়তা এবং দেশের বিভিন্ন দুর্যোগে বছরের প্রায় সব সময় আলাদাভাবে কর্মসূচি পালনের জন্য তিনি ক্লাব উপদেষ্টাদেরকে পরামর্শ প্রদান করেন।
তিনি বিভিন্ন ক্লাবের যে কমিটি গঠন করা হয় সেখানে বতর্মান শিক্ষার্থীদের রাখার বিষয়ে এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে অ্যালামনাই অ্যাসোশিয়েশনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ক্লাব উপদেষ্টাদের ভূমিকা নিতেও বলেন। নবীন শিক্ষার্থীদেরকে কোনভাবেই যেন ক্যাম্পাসের ভিতর এবং বাইরে তাদের সিনিয়ররা র্যাগীং নিতে না পারে সে বিষয়ে ক্লাব উপদেষ্টাগণ যেন ক্লাব সদস্যদের কাউন্সিলিং করা এবং ব্যবস্থা নিতেও উপাচার্য ক্লাব উপদেষ্টাদেরকে পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর ও লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাব এবং অ্যসোশিয়েশনের উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।