সীমান্তে ১ মাসে ৫ কোটির বেশি মূল্যের মাদক ও পণ্য জব্দ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের ধারাবাহিক ও সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ( ৩ জুন) ভোর রাতে সাতছড়ি, গুইবিল ও দুধপাতিল বিওপি এলাকায় পৃথক অভিযানে বিজিবি সদস্যরা ১২০ কেজি ভারতীয় গাঁজা ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গত মে মাসে পরিচালিত নিয়মিত অভিযানে ৫৫ বিজিবি প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ১৬০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য এবং যানবাহন জব্দ করেছে। তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবির এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এই ধারাবাহিক অভিযানে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ বিজিবির ভূমিকা প্রশংসা করছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।