সোনাই নদীতে ভাসমান মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরের সোনাই নদী থেকে আবু সাঈদ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবু সাঈদ গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার (৪ জুন) সকালে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে’র গোয়ালনগর-আৎকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।
মাধবপুর থানার এসআই মুকুল জানান,’লাশটি নদীর যে অংশে ভাসছিল সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মধ্যে পড়েছে।’
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩ জুন) কোনো একসময় আবু সাঈদ নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে নি।নদীর পাড়ে আবু সাঈদের ব্যবহৃত কাপড়চোপড় ও মোবাইল ফোন পাওয়া গেছে।
নাসিরনগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।