কামাইছড়া পুলিশ ক্যাম্প ও গরুর বাজার পরিদর্শন করলেন পুলিশ সুপার
সাম্প্রতিক সময়ে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এই প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি তৎপরতা পর্যবেক্ষণে ৪ জুন বুধবার বিকেলে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান সরেজমিনে পরিদর্শন করেন বাহুবল থানাধীন কামাইছড়া পুলিশ ক্যাম্প।
পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সড়কে নিরাপত্তা জোরদারের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সড়কটিতে জননিরাপত্তা রক্ষায় টহল বৃদ্ধি, সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় জরুরি। উল্লেখ্য, গত দুই মাসে মিরপুর-শ্রীমঙ্গল সড়কে গাছ ফেলে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এতে যাত্রী ও চালকরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ সুপার জানান, ইতোমধ্যে কিছু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া এই ধরনের অপরাধ দমন সম্ভব নয়। যে কোনো সন্দেহজনক ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। পরবর্তীতে পুলিশ সুপার মিরপুর বাজারে ঈদ উপলক্ষে গরুর বাজার পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপারের এই কার্যকর পরিদর্শন এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে এবং সড়কে নিরাপত্তা জোরদারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন। পরে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান রশিদপুর গ্যাসফিল্ডের কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় করেন।