শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে জমে উঠেছে কোরবানির পশুর হাট
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন কুদ্রতীয়া দাখিল মাদ্রাসার মাঠে অস্থায়ী কোরবানির পশুর হাটে জমে উঠেছে লোকজনের ভিড়। বুধবার (৩ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটজুড়ে উপচে পড়া ভিড় হলেও পশু ক্রয়-বিক্রয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম। হাটে অনেক ক্রেতা পশুর দরদাম যাচাই করতে আসছেন। তবে অনেকেই এখনও পছন্দসই পশু পাচ্ছেন না বলে জানান।
ক্রেতা সেয়দ আলী বলেন, “পছন্দমতো পশু পেলেই দরদামে আটকাব না, ইনশাআল্লাহ কিনবোই।” অন্যদিকে বিক্রেতা খেলু মিয়া জানান, “গত বছরের তুলনায় এ বছর পশুর দাম কিছুটা কম। সারা বছর বেশি দামে গো-খাদ্য কিনে পশু বড় করেছি। এখন ভালো দাম না পেলে বড় লোকসান হয়ে যাবে।”
ক্রেতা আলাউদ্দিন জানান, “ক্রেতা সংখ্যা অনেক, কিন্তু পশু বিক্রি কম। কারণ, সামনে আরও কয়েকটি হাট আছে। তাই সবাই দরদাম যাচাই করে রাখছেন।”
পশুর হাটের একজন ইজারাদার জানান, “আগামী হাটে বেচাকেনা আরও ভালো হবে বলে আমরা আশাবাদী। মহাসড়কের পাশে হাট হওয়ায় বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতা এখানে আসছেন।”