নগরবাসীকে কয়েস লোদীর ঈদুল আযহার শুভেচ্ছা
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ই জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,’ ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এই ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়।
আসুন, আমরা সকলে মিলে এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করি এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে যাই।
তিনি আরো বলেন, এই দিনে ধনী-গরিব, শহর-গ্রাম, সকল ভেদাভেদ ভুলে আমরা যেন এক কাতারে দাঁড়াই—এটাই এই উৎসবের মূল বার্তা। আমি প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের জীবনে শান্তি, কল্যাণ ও প্রগতি দান করুন।