মাধবপুরে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির এর নেতৃত্বে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়ক ও মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্টি হচ্ছে যানজট ও ভোগান্তিতে পড়েছে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০জন দোকানের মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে সহযোগিতা করে মাধবপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”