তাহিরপুর সীমান্তে পর্যটন স্পটগুলোতে বিজিবির কঠোর নজরদারি
ঈদুল আজহাকে সামনে রেখে ছুটির দিনগুলোতে সুনামগঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমণ বেড়েছে। সে কারনে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সীমান্তে পর্যটকের বাড়তি নিরাপত্তায় ও অনুপ্রবেশ রোধে বিশেষ টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার সকাল থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট, উত্তর বড়দল ও উত্তর শ্রীপুর ইউনিয়নে ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে সীমান্তের পর্যটন স্পট যাদুকাটা নদী, বারেকটিলা, শহীদ সিরাজ লেক, শুল্ক বন্দর, লাকমা ছড়া, চাঁনপুর ছড়া এলাকায় বিজিবি এই বিশেষ টহল শুরু করেছে। এসময় পর্যটকদের সীমান্তের শুন্য রেখা অতিক্রম না করতে হ্যান্ড মাইকে নির্দেশনা ও বিভিন্ন পয়েন্ট টহল এর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ পুশ ইন রোধ করতে নজরদারিও বাড়িয়েছে বিজিবি।
বারেক টিলার বেড়াতে আসা ঢাকা থেকে আসা মোমিল আহমেদ জানান, বারেক টিলায় আগত সকল পর্যটকদের নিরাপদ দুরত্ব বজায় রেখে ও কোনো ভাবেই ভারত সীমান্তে প্রবেশ না করে তার জন্য হ্যান্ড মাইকে বলছেন আর টহল দিচ্ছে একদল অপর দল অবস্থান করছে।
শহীদ সিরাজ লেক এলাকার মৌলভীবাজার থেকে বেড়াতে আসা সাকিল আহমেদ জানান, বিজিবি টহল জোরদার করেছে পর্যটন স্পষ্টগুলোতে। এটা ভাল উদ্যোগ এতে আমরাও নিরাপত্তা পাচ্ছি। তারা থাকায় অনেকেই বাংলাদেশ সীমান্তে আছে ভারত সীমান্তে প্রবেশ করছে না।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, সীমান্তে কঠোর নজরদারি রয়েছে সব সময়ই। তবে ঈদুল আজহায় আগত পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান ত রয়েছেই। তিনি জানান, ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকগন কোনো ভাবেই সীমান্তরেখা অতিক্রম করতে না পারে এজন্য তৎপরতা বাড়ানো হয়েছে।