কানাইঘাটে ইসলামিক রিলিফের কোরবানির মাংস বিতরণ
ঈদের আনন্দ ভাগাভাগি করে সকলের মুখে হাসি ফুটাতে কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নে ৮৭৫টি হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।
জানা যায়, ঈদের দিন ৭ জুন শনিবার উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে ১২টি গরু কোরবানি করে ৪২০টি পরিবারের মাঝে ২কেজি করে মাংস বিতরণ করা হয়। পরদিন রবিবার ৮ জুন উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নে ১৩টি গরু কোরবানি করে ৪৫৫টি পরিবারের মাঝে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মহতি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইসলামি রিলিফ বাংলাদেশের সহযোগিতায় হতদরিদ্র পরিবার ঈদের আনন্দ পেয়েছে। আমরা উপস্থিত হয়ে এই আনন্দে সামিল সামিল হয়েছি। যারা নিজেরা কোরবানি দিতে পারেনি, তাদের জন্য এটি বিশাল একটি পাওয়া।অনুভূতি প্রকাশ করে নেতৃবৃন্দ প্রতি বছর কোরবানির প্রোগ্রাম স্ব’স্ব ইউনিয়নে আরও ব্যাপক ভাবে বাস্তবায়নের জন্য ইসলামি রিলিফ বাংলাদেশ এর উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
জৈন্তিয়া ছিন্নমূল সংস্থার উদ্যোগে বাস্তবায়িত কোরবানির মাংস পৃথকভাবে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার শাহীন আহমদ চৌধুরীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, কানাইঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নজরুল ইসলাম, ইসলামি রিলিফ বাংলাদেশ এর সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ আবু ইউসুফ, শরীফ আহমদ, দিঘীরপার পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাও: ওমর ফারুক, সিলেট জেলা যুবদল নেতা আব্দুস ছালাম, জমিয়তে উলামায়ে ইসলাম লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সভাপতি মাও: সিরাজুল হক, জেছিস প্রতিনিধি ফরিদ আহমদ, যুব জামায়াত নেতা মামুন রশীদ, এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাফিজ সুজন আহমদ সহ সংশ্লিষ্ট ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।