২৪ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা
সুনামগঞ্জের দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলো উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর সমাজ কল্যাণ সংগঠন। মঙ্গলবার (১০ জুন) বেলা ১১ টায় ধনপুর মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংগঠনের উপদেষ্টা মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিন চিশতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জাফর সিদ্দিকী, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার সৈয়দ এলতেফাত হোসাইন, সাংবাদিক আমির মাহবুব, যুবদল নেতা নাসির উদ্দীন, মাওলানা মিনার উদ্দীন, ছাত্রদল নেতা শাহিন আহমদ।
এ সময় বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা আজকের সংবর্ধিত হাফেজরা আগামী দিনে দেশ ও দশের কল্যাণে কাজ করবেন।