ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার আমেরতল গ্রামের জালাল মিয়া ও ফয়জুল ইসলাম গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জমি নিয়ে বিরোধে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে আমেরতল গ্রামের পাশে একটি বিলে ওই দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান ওসি।