সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ভারতীয় ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নের শাহপুর এলাকা থেকে জব্দ করে।
বিজিবি জানায়, বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারিরা গরুর চালান নিয়ে আসছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিত্বে আশাউড়া বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহপুর নামক স্থান থেকে ৯টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে গরু রেখে চোরাকারবারিরা পালিয়ে যায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।