সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু
মধ্যনগর বণিক সমিতির কমিটি গঠন
সুনামগঞ্জের মধ্যনগরে ৫ সদস্য বিশিষ্ট মধ্যনগর বাজার বনিক সমিতির আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকাল ৩টার দিকে নবগঠিত এই উপজেলার মধ্যনগর বাজার বণিক সমিতি গঠন করার লক্ষে সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় ব্যবসায়ী বরুন সরকারের সঞ্চালনায় ব্যবসায়ীদের নিয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ী ও ৭ সদস্য বিশিষ্ট বোর্ড টিমের সমন্বয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারকে সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুকে সাধারন সম্পাদক করে ৫১ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার প্রতিশ্রুতি দিয়ে ৫ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন ৫ সদস্য এই বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে বাকি ৩ জনের মধ্যে সিনিয়র সহ-সভাপতি লিটন বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ রায় ও কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান মুন্নার নাম রয়েছে। এসময় উপস্থিত বব্যসায়ীরা নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা সহ ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
এ বিষয়ে মধ্যনগর বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু বলেন, স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে বাজারের সাধারণ বব্যসায়ীদের সাথে নিয়ে মধ্যনগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ করা, বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা জেনেও আদায় না করে ও সবাইকে নিয়ে বাজারের সার্বিক উন্নয়নের চেষ্টা করবো।