শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ’র ঈদ পুনর্মিলনী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে পিউরিয়া এর দ্বিতীয় তলায় সাকসেস আইটি সেন্টারে এ অনুষ্ঠানটি হয়।
বৃহস্পতিবার (১২ জুন) শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদ এর আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম মোতালিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা মাহবুব মোস্তফা সাহেবের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব শায়খে করিমপুরী। বিশিষ্ট মুরুব্বি কাজী কামাল ও আব্দুল আওয়াল সাহেবসহ অনেক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শায়েখ আলাউদ্দিন সাহেব করিমপুর হুজুরকে প্রধান নির্বাচন কমিশনার করে শায়েস্তাগঞ্জ কওমী উলামা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সদস্যরা হলেন- সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হক, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান আবিদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম মোতালিব, সহ-সাধারণ সম্পাদক হাঃ মাওঃ মনিরুল ইসলাম হেলাল, সহ-সাধারণ সম্পাদক হাঃ মাওঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মাসুক আহমদ, প্রচার সম্পাদক হাঃ মাওঃ রেজাউল করিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা শাহিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি সুহাইল আহমদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আল আমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন নোমান প্রমুখ।