ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ভেঙ্গে যাচ্ছে রাস্তা ও কবরস্থান
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ভেঙ্গে যাচ্ছে গ্রামীণ রাস্তা ও কবরস্থান। স্থানীয় লোকজন বাধা দিলেও বালু উত্তোলনকারীরা মানছে না কোন বাধা।”
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে’র গাঙ্গাইল দক্ষিণ পাড়ার মোহাম্মদ আপন মিয়া একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ভেঙ্গে যাচ্ছে পাশ্ববর্তী রাস্তা ও একটি কবরস্থান।”
স্থানীয় লোকজন বাধা দিলে সাময়িক ভাবে ড্রেজার মেশিন বন্ধ রাখা হয় কিন্ত কয়েক ঘন্টা পড়েই পুনঃরায় ড্রেজার মেশিন চালু করা হয়।”
গাঙ্গাইল গ্রামের একজন কৃষক জানান, রাস্তার পাশে পুকুর থেকে বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাবে তাছাড়া পাশে একটি কবরস্থান ভেঙ্গে বিলিন হয়ে যাবে।”
এলাকাবাসী বাধা দিয়েছে কিন্ত কয়েকঘন্টা পড়েই পুনঃরায় ড্রেজার মেশিন চালানো হয়। এই নিয়ে যে কোন সময় সংঘর্ষ হতে পাড়ে।”
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, অবৈধ ড্রেজার বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।”