সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪)। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেলার ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না আক্তার ঠাকুরগাঁওয়ের হাশেম আলীর মেয়ে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের ছাত্রী ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ বলেন, ‘আমরা অত্যন্ত শোকাহত। আমাদের বিভাগের একজন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে ছুটি চললেও বিশ্ববিদ্যালয় খুললে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে থেমে থাকা আমবোঝাই একটি মিনি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন।
গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।