জুয়েলে’র বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
চুনারুঘাটে জুয়েল আকরাম রানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (১১ জুন) ফয়সল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে আসামির নাম উল্লেখ করা হয়েছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের আলী হোসেন এর পুত্র জুয়েল আকরাম রানা। এছাড়াও সে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৭ জুন আনুমানিক সন্ধ্যা ৭টার সময় উপজেলার আমুরোড বাজার এলাকায় ঘনশ্যাম পুর গ্রামের হাজী মানিক মিয়ার ছেলে ফয়সল মাহমুদ এর স্বাক্ষাত। তখন সে ফয়সল মাহমুদ এর বিরোদ্ধে নানা অভিযোগের কথা জানিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যতায় পত্রিকায় নিউজ করার ভয় দেখায়।
অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে স্যোসাল মিডিয়ায় অপপ্রচারের হুমকি দেওয়া হয়। রবিবার (১১ জুন) সন্ধ্যায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার পর চাঁদা দাবির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
চুনারুঘাটে বেশ কিছুদিন ধরে জুয়েল আকরাম রানার বিরোদ্ধে নিউজ বাণিজ্য ও ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা দাবীর অভিযোগ রয়েছে।
চুনারুঘাট থানার তদন্ত অফিসার বিমল কান্তি দেব বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’