ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃ ত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আহম্মদপুর গ্রামের নিজ বসতঘরের ভেতরে শুক্রবার (১৩ জুন) রাতে বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা ও কোরআনের হাফেজ মো. হোসাইন আহমেদ সাদ্দাম (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিলেটের আম্বরখানা এলাকায় একটি মসজিদে ইমাম পদে নিয়োজিত ছিলেন।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আহম্মদপুর গ্রামের বাসিন্দা মো. হোসাইন আহমেদ সাদ্দাম পবিত্র ঈদ-উল আজহার দুইদিন আগে নিজ বাড়িতে আসেন ঈদ উদযাপনের জন্য। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বসতঘরের ভেতরে বৈদূতিক পাখায় তার লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাঁকে উদ্ধার করে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এই মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় তাঁর লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।