ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১০

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন।

এর মধ্যে শুধু ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে দুই শিশুসহ অন্তত ৬ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ আছে ৭ জন।

হামলার পর থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি পরিষেবা হোম ফ্রন্ট কমান্ড।

এছাড়া, পৃথক এক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতেও আহত হয়েছেন অন্তত ৩৭ জন। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রে: আল জাজিরার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন