সুনামগঞ্জে যুবদল নেতাকে হ ত্যা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে চাচাতো ভাইদের ধাড়ালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে ইউনিয়ন যুবদল সভাপতির মৃত্যু হয়েছে।
এছাড়াও হামলায় নজরুল ইসলামের বড় ভাই জালাল হোসেন গুরুতর আহত হন। তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল ভর্তি করেছেন স্বজনেরা।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার জামলাবাজ গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী।
স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান,জামলাবাজ গ্রামের আপন চাচাতো ভাই নজরুল ইসলাম ও তাজ উদ্দিনের মধ্যে জামিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। সকালে বাড়ির সীমানায় বস্তা ফেলাকে কেন্দ্র করে নজরুল ইসলামের মা আফতাজান বানুর সঙ্গে বাকবিতণ্ডা হয় তাজ উদ্দিনের পরিবারের।
এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নজরুল ইসলামের বসত ঘরে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধাড়ালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী আরও জানান,সংর্ঘষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।