জাতীয় সংসদে অবহেলিত সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই: শাহীনুর পাশা চৌধুরী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে জাতীয় সংসদে অবহেলিত সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে কাজ করতে চাই। বিগত দিনে যেভাবে আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন আগামী দিনেও আপনাদের আমানত রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তিনি শনিবার (১৪ জুন) বাদ এশা তার সিলেট শহরের বনকলাপাড়াস্থ বাসভবনে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়ন বাসীর সাথে মতবিনিময় বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান হিসেবে কাজ করার সুযোগ চাই। সেই ফ্যাসিবাদের আমল থেকে করোনা মহামারী সহ সকল দুর্যোগে সবসময় মানুষের পাশে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আপনাদের দোয়া আর ভালোবাসা সবসময় চাই।