সিলেটে করোনা আক্রান্ত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক
মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে। সনাক্ত হচ্ছে বাংলাদেশেও। সিলেটে শুক্রবার ও রবিবার দু’জন সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।
তিনি জানান, আক্রান্ত দুজন শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। অপরজন নারী।
তাদের একজনের বাড়ি সুনামগঞ্জে। আর অপরজন সিলেট মহানগরীর অধিবাসী।
এদিকে করোনার উপদ্রব মোকাবেলায় প্রস্তুত সিলেটের স্বাস্থ্য বিভাগ। করোনার জন্য ডেডিকেটেড সিলেটের একমাত্র হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালটিকে আবারও করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।