সাচনা বাজারে জামায়াত নেতা তোফায়েল খানের নির্বাচনী গণসংযোগ
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে নির্বাচনীকে সামনে রেখে গণসংযোগ করছেন।
সোমবার (১৬ জুন) দুপুরে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, মানুষ পরিবর্তন চায়। আমাদের রাজনীতি হচ্ছে সেবার রাজনীতি। এই জনসমর্থন জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রকাশ। তাই জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আগামী দিনে একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।
তিনি আরও জানান, জনগণ আর দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতির রাজনীতি চায় না। ইসলাম ও ন্যায়ের রাজনীতি চায়। আমি কথা দিচ্ছি—জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখেই আমি তাদের সেবা করে যাব, ইনশাআল্লাহ।
গণসংযোগে জামালগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, নায়েবে আমীর মোঃ ফখরুল আলম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল হক, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মোঃ আতিকুল ইসলাম, ভীমখালী ইউনিয়ন সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।সহ স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাজারজুড়ে চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও গণযোগাযোগ।
সাচনাবাসীর অনেকেই জানান,অতীতে এভাবে একজন প্রার্থীকে কাছে পেয়ে কথা বলার সুযোগ খুব কমই মিলেছে। একজন আলেম, শিক্ষাবিদ ও সেবামুখী ব্যক্তিকে নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এসময় বাজারের প্রবীণ বাসিন্দা শফিউল্লাহ বলেন, তোফায়েল সাহেবের মতো সৎ, শিক্ষিত, নির্লোভ মানুষ আমাদের অনেক দরকার। উনাকে নির্বাচিত করতে পারলে এ অঞ্চলের ভাগ্য বদলাবে।
সাচনার ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজারে প্রার্থীর আগমনে সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। ব্যবসায়ী, কৃষক, যুবক, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষের ঢল নামে বাজার জুড়ে। জনতার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকা রূপ নেয় এক আনন্দঘন মিলন মেলায়।