মধ্যনগরে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারের কাঠ মহাল এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গা দখল করে নির্মিত দুটি আধাপাকা ভবন ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মধ্যনগর থানা পুলিশ নিয়ে সোমবার (১৬ জুন) বেলা ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এই আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার বাসিন্দা আশিলা খানম ও নয়ন মড়ল উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজারের কাঠ মহাল এলাকায় থাকা তিন দশমিক ২৫ শতক সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে ৮ থেকে ১০বছর ধরে সেখানে দুটি আধাপাকা ভবন নির্মাণ করে দুজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিলেন। উচ্ছেদ করা স্থানটির বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা।