সুনামগঞ্জে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে।
আটককৃত পন্যের আনুমানিক মূল্য সাড়ে ৮ লক্ষ টাকা।
মঙ্গলবার (১৬ জুন) ভোর রাতে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই চোরাচালানকৃত পণ্যগুলো উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার ১২১৩/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা এলাকার শ্মশানঘাট নামক স্থান থেকে ১২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি এবং ১০ পিস লেহেঙ্গা আটক করা হয়। এসময় বিজিবি উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় সিল্ক শাড়ি ও লেহেঙ্গা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।