মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার জগদীশ পুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ইজারাবিহীন ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো: শাহিদ মিয়াকে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামের আছমত আলীর ছেলে।
অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, নুরুল আনোয়ার সহ মাধবপুর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম বলেন, এ বিষয়ে কোনো ছাড় নেই। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।