ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল মাহবুব আলী খানের কন্যা বিশিষ্ট কার্ডিওলজিস্ট (Cardiologist) ডা. জোবাইদা রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন ) আসরের নামাজ শেষে সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন এর পক্ষ থেকে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম।
মোনাজাতে ডা. জোবায়দা রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করা হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্বাস্থ্য কামনা ছাড়াও দেশের সামগ্রিক কল্যাণ ও স্থিতিশীলতার জন্য পরম করুণাময় আল্লাহর দয়া ও অনুগ্রহ কামনা করে দোয়া করা হয়।
মিলাদ মাহফিল শুরুর পূর্বে ডা. জোবাইদা রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন সাবেক ছাত্রদল নেতা কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু।