ধর্মপাশায় বিএনপির আহবায়ক কমিটির কর্মী সভা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে ধর্মপাশা গরুহাট্রা মধ্যবাজারে ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপি এই কর্মী সভার আয়োজন করে।
এতে উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও ১ম যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, ২য় যুগ্ম আহবায়ক এস এম রহমত, ৩য় যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্ট, সদস্য আব্দুল মোতালেব খান, আফসার আলম চন্দনপীর, মুজিবুর রহমান মজুমদার, ইকবাল হুসেন মন্টু, মামুনুর রশিদ শান্ত, আফজাল হোসেন স্বপন, সাবিকুন্নাহার শিল্পী, সৈয়দ মাহবুবুল হক কায়সার, মো: সালাহ উদ্দীন, নেহাল উদ্দিন, রতন আশরাফ, হাদীস মিয়া, আব্দুল মতিন মির্জা, মোঃ জাহাঙ্গীর সহ এই ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে ১নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ, ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃনাল কান্তি, ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আলীনূর, ৪নং ওয়ার্ডের বাসিন্দা শাজাহান, ৫নং ওয়ার্ডের বাসিন্দা শাজাহান, ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম সিকদার, ৭নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম মোস্তফা ও ৯নং ওয়ার্ডের বাসিন্দা ইকবাল হোসেন প্রমুখ। এছাড়াও এই কর্মী সভায় আগত নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষণীয়।
একর্মী সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিগত আওয়ামীলীগের সময় জেল, জুলুম ও নির্যাতিত পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে আসস্থ করেন এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের জন্য ড. ইউনুস সরকারের কাছে আহবান জানান।