বড়লেখায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মৌলভীবাজারের বড়লেখায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে উপজেলায় ১৪টি কৃষক পার্টনার স্কুল হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।
উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক মস্তুফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন।
অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ। এসময় তিনি এই প্রকল্পের মাধ্যমে বড়লেখা উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে ও কৃষি সম্প্রসারণ বিভাগ সব কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ অন্যান্য শ্রেনিপেশার শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।