জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা রাইয়ান আহমদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
জুলাই বিপ্লবের একজন অকুতোভয় সৈনিক রাইয়ান আহমদ আজ চিকিৎসার অভাবে চরম সংকটে দিন কাটাচ্ছেন। গত বছরের ৫ই আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন এই তরুণ। মাথায় দুটি গুলি লাগার ফলে তার মস্তিষ্কে মারাত্মক জখম হয়। দীর্ঘমেয়াদী চিকিৎসার পরও বর্তমানে তিনি এক হাত ও কোমর থেকে দুই পা প্যারালাইসড অবস্থায় রয়েছেন।
রাইয়ানের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমার সিলাম ঢালি পাড়া গ্রামে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৩ দিন লাইফ সাপোর্টে ছিলেন। পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে তিনি সাভারের সিআরপিতে চিকিৎসাধীন আছেন। কিন্তু উন্নতির বিশেষ কোনো লক্ষণ নেই। তার পরিবার বলছে, বিদেশে উন্নত চিকিৎসা ছাড়া তার সুস্থতা সম্ভব নয়। যদিও একাধিকবার তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব এসেছে, এখনো তা বাস্তবে রূপ পায়নি।
রাইয়ানের পরিবার ও শুভানুধ্যায়ীরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছেন, যেন জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করে তাকে বিদেশে পাঠানো হয়।
তারা বলেন, “এটি শুধুমাত্র একজন তরুণের জীবন রক্ষার বিষয় নয়, এটি একটি মানবিক দায়বদ্ধতা।”
এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ এক বিবৃতিতে রাইয়ান আহমদ এর উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। সেই সাথে সামাজিক ও মানবাধিকার সংগঠনসমূহকে ঐক্যবদ্ধ হয়ে এই তরুণ যোদ্ধার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।