বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ একজন আটক
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ মর্তুজ আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ জুন ) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে আয়াত আলীর কলাবাগান এলাকা থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মর্তুজ আলীকে হাতেনাতে আটক করা হয়।
মর্তুজ আলী চুনারুঘাট উপজেলার দক্ষিণ আমকান্দি এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদকের চোরাচালান হয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য হবে ৯ লক্ষাধিক টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম।
স্থানীয়রা সেনাবাহিনীর এই কার্যকর অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।