খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ: থানায় মামলা দায়ের
সুনামগঞ্জের ছাতকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালন করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। গতকাল ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে বিকাল ৪টায় উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে এই কর্মসূচী পালন করা হয়।
এঘটনায় ছাতক থানার এস.আই আশিকুর রহমান বাদী হয়ে ২১ জন বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাতনামা ১০/১৫ জনের আসামীর নামাল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২/৬৭, তারিখ: ১৬/০২/২০২২ ইং।
মামলার আসামীরা হলেন- ১। আশরাফ মিয়া (৫৬), সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি পিতা-সরফ উদ্দিন, গ্রাম-বাগবাড়ী, ২। নিজাম উদ্দিন (৪৭), সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি, ৩। বদরুল আলম (৪৩) সহ-সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি, ৪। মোহাম্মদ রিয়াজ উদ্দিন (২৪), সাধারণ সম্পাদক দোলার বাজার ইউপি ছাত্রদল, পিতা-মোঃ গৌছ মিয়া, সাকিন-লক্ষীপাশা, ৫। নুরুল ইসলাম নুরুল (৪৫), সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি, পিতা-গনি মিয়া, সাকিন-মোহনপুর, ৬। দেওয়ান জয়নুল জাকেরিন (৪৮), সিনিয়র সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি, পিতা-মনির উদ্দিন, সাকিন-রঙ্গারচর, ৭। জাহাঙ্গীর আলম (৩০), আহবায়ক, সুনামগঞ্জ জেলা ছাত্রদল, পিতা-সালাম হোসেন, সাকিন-কুরবাননগর, ৮। সাইফুল খান (৩৮), ফটিক খান, সাকিন-রামপুর ৯। নাঈমুল খাঁন (১৮), পিতা-আব্দুস সালাম খাঁন, সাকিন-রাধানগর, ১০। রাসেল আহমদ (২১), পিতা-মখলিছ মিয়া, সাকিন-লক্ষীপাশা, ১১। অলিউর রহমান খান (৩৫), প্রচার সম্পাদক ছাতক উপজেলা যুবদল, পিতা-খালিক মিয়া, সাকিন-রাউলী, ১২। আব্দুল করিম (৩০), পিতা-ইসকন্দর আলী, স্বেচ্ছাসেবক দল নেতা সাকিন-লক্ষীপাশা, ১৩। সৈয়দ লিটন (৩০), হাজী সৈয়দ সাজ্জাদ আলী, যুবদল নেতা, সাকিন-কৃষ্ণপুর, ১১। শেখ মিছবাহ রহমান (২২), পিতা-মানিক মিয়া, ছাত্রদল নেতা ছাতক উপজেলা, সাকিন-কৃষ্ণনগর, ১৪। খালিক মিয়া (৩৫), পিতা-বাতির আলী, যুবদল নেতা ছাতক উপজেলা, সাকিন-রামনগর, ১৫। মোশারফ আলী (৪০), স্বেচ্ছাসেবক দল নেতা, পিতা-আফসর আলী, সাকিন-রামনগর, ১৬। রিপন আহমদ (২৬), পিতা-মতছির আলী, সাকিন-লক্ষীপাশা, ১৭। আব্দুল মুকিত (৪০), পিতা-ইশাদ আলী, সাকিন-সৈদেরগাঁও, ১৮। আজিজুর রহমান (২৮), শ্রমিক দল নেতা দোলারবাজার ইউপি, ১৯। নুর আলম (২৬) ছাত্রদল নেতা সৈদেরগাও ইউনিয়ন ছাত্রদল, ২০। দিন আল মাহমুদ (২৯) যুবদল নেতা সুনামগঞ্জ জেলা শাখা, ২১। আব্দুল করিম (২৬), পিতা-আব্দুর রশিদ, সাকিন-রামপুর, সর্বথানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন।
মামলার এজাহার উল্লেখ করা হয় গত ১৫/০২/২০২২ ইংরেজী তারিখে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করতে গতকাল বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীরা ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ বাজারে অবস্থান নেয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীও একই স্থানে অবস্থান নেয়। নেতাকর্মীরা গোবিন্দগঞ্জ বাজারে যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এছাড়াও কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে আন্দোলনকারীরা।পরবর্তীতে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাদের ধাওয়া করায় নিক্ষিপ্ত ইটের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। মিছিলকারীরা বেপরোয়া আচরণ করলে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি চালালে মিছিলকারী পালিয়ে যায়।
এ বিষয়ে ছাতক থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে রাস্তাঘাট বন্ধ করে ত্রাস সৃষ্টি করতে চাইলে সাধারণ জান মালের রক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে। এঘটনায় বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।